সুনামগঞ্জে স্বল্পমেয়াদী বন্যার আশংকা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২১, ৪:২২:৩২ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ জেলায় স্বল্পমেয়াদী আকস্মিক বন্যা পরিস্থিতির আভাস দিয়েছে পাউবো।
আগামী ৭দিনে উজানে বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জ জেলার যাদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা নদীসমূহের পানি দ্রæত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থা সমূহের গাণিতিক মডেলের তথ্য মতে ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশের স্থান সমূহে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কতিপয় স্থানে অতি ভারী বৃষ্টিপাত সংঘটিত হতে পারে।
গতকাল শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থা সমূহের গাণিতিক মডেলের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানা গেছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান বলেন, উজানের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে জেলার সব ক’টি নদ-নদীর পানি বাড়বে। এতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।