সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের ক্লাস শুরু ১ আগস্ট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২১, ৫:০০:১৪ অপরাহ্ন

মো: নুরুল হক, দক্ষিণ সুনামগঞ্জ থেকে নিজস্ব সংবাদদাতা ::বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ এ এমবিবিএস ২০২০-২১ সেশনের পাঠদানকার্যক্রম শুরু হবে আগামী ১ আগস্ট থেকে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২০-২১ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়ে ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জে’ অধ্যয়নের সুযোগ পেয়েছেন। পাঠদান কার্যক্রম শুরু করার জন্য ইতোমধ্যে সকল কাজ সম্পন্ন হয়েছে। আগামী ১ আগস্ট থেকে ক্লাস শুরু হবে।
কলেজ সূত্র জানায়, স্বাস্থ্য অধিদপ্তর প্রথমবারের মতো এই কলেজে ৫০টি আসন বরাদ্দ দেয়। ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ’-এর অবকাঠামো নির্মাণ না হওয়া পর্যন্ত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিক্ষার্থীদের পাঠদান পরিচালিত হবে। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে মেডিকেল কলেজের পাঠদান চালুর বিষয়ে ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ও অনুমোদন দিয়েছে এবং এমবিবিএস প্রথম বর্ষের শিক্ষার্থীদের আগামী ২২ মে থেকে ভর্তি শুরু এবং ১ আগস্ট থেকে পাঠদান শুরু হবে।
মেডিকেল কলেজটির ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের জন্য ১১শ’ ৭ কোটি ৮৭ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে। এছাড়া, কলেজ ও হাসপাতালের জন্য মোট ২৯টি ভবন নির্মাণ করা হবে। থাকবে খেলার মাঠ ও পুকুর রয়েছে। এর আওতায় একটি হাসপাতাল ভবন, একটি একাডেমিক ভবন, একটি করে ছাত্র ও ছাত্রীনিবাস, একটি করে পুরুষ ও মহিলা ইন্টার্ন চিকিৎসক ডরমেটরি, অবিবাহিত পুরুষ ও মহিলা চিকিৎসকদের জন্য একটি করে আবাসিক ভবন, স্টাফ নার্স ডরমেটরি, জরুরি সেবায় নিয়োজিত পুরুষ ও নারী কর্মচারীদের জন্য একটি করে ভবন, একটি নার্সিং কলেজ ভবন, একটি নার্সিং শিক্ষার্থী নিবাস, একটি মর্গ, ব্যায়ামাগার, মসজিদ, বৈদ্যুতিক সাবস্টেশন, কাপড় ধোয়ার জন্য লন্ড্রি, অধ্যক্ষ ও পরিচালকের বাসভবন, বিভিন্ন আয়তনের ৬টি আবাসিক ভবন, পাবলিক টয়লেট, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা ভবন, স্যুয়ারেজ বর্জ্য ব্যবস্থাপনা ভবন, হাসপাতাল ভবন।
২০২০ সালে অনুমোদন পায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ। চলতি বছরের প্রথম দিকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান ডা. মনোজিৎ মজুমদার। এদিকে নবপ্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজের অধ্যক্ষ নিয়োগ প্রদান করা হলেও উপাধ্যক্ষসহ অন্যদের নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লি¬ষ্ট কর্তৃপক্ষ।
সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় ‘বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, সুনামগঞ্জ-এর জন্য সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘেষে মদনপুর-দিরাই সড়কের উভয় পাশেই মদনপুর পয়েন্ট এলাকায় গত বছরের মার্চ মাসে ৩৫ একর জমি অধিগ্রহণ করা হয়। পরে শুরু হয় মেডিকেল কলেজের স্থাপনা নির্মাণকাজ। যা পুরোদমে চলমান রয়েছে।
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি’র একান্ত প্রচেষ্টার ফসল হিসেবে সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেলে প্রথম বারের মতো এমবিবিএস প্রথম বর্ষে ৫০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে। ইতোমধ্যে দক্ষিণ সুনামগঞ্জের অস্থায়ী ক্যা¤পাসকে দৃষ্টিনন্দনভাবে সাজানো হয়েছে। এ লক্ষ্যে পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপিসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লি¬ষ্ট কর্মকর্তাগণ নবনির্মিত দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬েক্স বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যা¤পাস পরিদর্শন করেছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন জানান, স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থায় সুনামগঞ্জবাসীর জন্য একটি নতুন দিগন্তের সূচনা হবে। আগে যেখানে প্রায় ৬০ কিলোমিটার দূরে সিলেট ওসমানী হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া হতো। পথে অনেক রোগী মারা যেতো। সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণের ফলে সুনামগঞ্জের সংকটাপন্ন রোগীরা অল্প সময়ের মধ্যে চিকিৎসা গ্রহণ করতে পারবেন। যার ফলে রোগী মৃত্যুর ঝুঁকি কমে আসবে। আপতত শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হচ্ছে। অল্পদিনের মধ্যে রোগীদের সেবার কার্যক্রম শুরু হবে।
সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মনোজিৎ মজুমদার বলেন, সুনামগঞ্জবাসীর জন্য স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থায় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ মাইল ফলক হিসাবে কাজ করবে। ইতোমধ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যা¤পাসে এমবিবিএস ১ম বর্ষের শিক্ষার্থীদের লেখাপড়ার ক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা যেমন ক্যা¤পাস, আবাসিক হোস্টেল, লাইব্রেরি, ক্যান্টিন থাকার কথা সেগুলো এখানে স্থাপন করা হয়েছে। ২/৩ দিনের মধ্যে ছাত্রছাত্রী ভর্তির বিজ্ঞপ্তি সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করা হবে।
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি জানান, সুনামগঞ্জবাসীর জন্য আমি আমৃত্যু কাজ করে যাবো। আগামী দিনেও সুনামগঞ্জবাসীর জন্য আরও বড় বড় প্রকল্প নিয়ে আসবো। শেখ হাসিনার উপহার সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ স্থাপনের ফলে হাওর জনপদের গ্রামের মানুষ উন্নত চিকিৎসার সুযোগ সুবিধা পাবেন। এটা আগে অবিশ্বাস্য ছিল। এখন তা বাস্তব।