সুনামগঞ্জ সীমান্তে বিজিবি-চোরাকারবারী সংঘর্ষে নিহত ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২১, ৩:০৭:৩০ অপরাহ্ন

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার বনগাঁও সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও চোরাকারবারি সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মো কামাল হোসেন (৪০) নামের এক চোরাকারবারি নিহত হয়েছে। নিহত কামাল সদর উপজেলার ইসলামপুর গ্রামের মো আব্দুল আওয়ালের ছেলে। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল মো মাকসুদুল আলম, পিবিজিএম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি জানায়, গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ২৮ বিজির অধীনস্থ বনগাঁও বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২১৫১০-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাংবাদিক টিলা নামক স্থানে ২৫-৩০টি ভারতীয় গরু চোরাচালানের সময় সুবেদার মো. মোফাজ্জল হোসেনের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল গরুগুলো আটক করতে যায়। এ সময় ৩০-৩৫ জনের একদল সংঘবদ্ধ চোরাকারবারী বিজিবি টহল দলের ল্যান্স নায়েক ল্যান্স নায়েক থুই হলা মং মার্মা উপর হামলা করে। এ সময় চোরাকারবারি মো. কামাল হোসেনের হামলা থেকে নিজেকে রক্ষার্থে টহল দলের সদস্য ল্যান্স নায়েক থুই হলা মং মার্মা গুলি ছুঁড়লে চোরাকারবারি কামাল হোসেন গুলিবিদ্ধ হয়। প্রথমে স্থানীয়রা তাকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বিকেলে সেখানেই মারা যায় কামাল।