সিলেট ও দিরাইয়ে আলোচনা সভা
সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন রাজনীতির শিক্ষা গুরু : মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ৩:১৯:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন রাজনীতির শিক্ষা গুরু। রাজনীতির উত্থান পতন ও সংকটে তার ভূমিকা ছিলো সিসাঢালা প্রাচীরের মতো। মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার রাজনীতির দর্শন নিয়ে তিনি স্রোতের উজানে চলেছেন। এর জন্য জীবনে তিনি নানা চড়াই উৎরাই পেরিয়েছেন, কিন্তু আদর্শ থেকে চুল পরিমাণও টলেননি। গতকাল শুক্রবার বিশিষ্ট রাজনীতিবিদ, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের চতুর্থ প্রয়াণ দিবস উপলক্ষে সিলেট জেলা পরিষদের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেটস্থ দিরাই ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, গোলাপগঞ্জ উপজেলা পষিদের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট নিজাম উদ্দিন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট রাজ উদ্দিন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।
প্রধান আলোচকের বক্তব্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মানুষ। রাজনীতির মাঠে ছিলেন জনপ্রিয় নেতা, মুক্তিযুদ্ধে ছিলেন সশস্ত্র যোদ্ধা, সংসদের অধিবেশন ও সাংবিধানিক সংকট উত্তরণে ছিলেন দূরদর্শী, তীক্ষè বুদ্ধিসম্পন্ন পণ্ডিত। তার মৃত্যুতে শুধু সিলেট নয়, দেশে রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়েছে।
সংসদ সদস্য শামীমা আক্তার খানম বলেন, বাংলাদেশের রাজনৈতিক কর্মীদের জন্য সুরঞ্জিত সেনগুপ্তের জীবন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ পাঠ। রাজনীতিতে নিজেকে সমৃদ্ধ করতে সুরঞ্জিত সেনগুপ্তের জীবনী পাঠ করতে হবে এবং তাকে অনুস্মরণ করতে হবে।
ব্যারিস্টার এনামুল কবির ইমন বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত প্রজ্ঞার রাজনীতি করে গেছেন। যেখানে না বলা প্রয়োজন সেখানে তিনি না বলতে জানতেন। দেশ ও জাতির ভাগ্য নির্ধারণে বিভিন্ন সময়ে তিনি অনেক বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। পাশাপাশি সমস্যার সমাধানও বের করেছেন।
সংগঠনের সভাপতি ইমরুল হাসান সজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাখাওয়াত শাহীদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরমান আহমদ শিপলু, সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সেলিম, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট রিপা সিনহা, দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্য নাজমুল হাসান, সিলেট মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি এনামুল হক লিলু, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এম. রশিদ আহমদ, ছাতকের খুরমা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিল্লাল আহমদ, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, তাহিরপুর উপজেলা যুবলীগের সভাপতি অনুপম রায়, সিলেটস্থ ছাতক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।
দিরাই (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, দিরাইয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে সুরঞ্জিত সেনগুপ্তের ৪র্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পতাকা উত্তোলন, সমাধিস্থলে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শোকর্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন শেষে সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড, সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদ, গ্রো ফাউন্ডেশন, সেন মার্কেট ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন।
বেলা আড়াইটায় দলীয় কার্যালয় থেকে সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে শোকর্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
বিকেল তিনটায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহবায়ক ও দিরাই পৌরসভার মেয়র বিশ^জিৎ রায়ের সভাপতিত্বে ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আজিজুর রহমান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট সোহেল আহমদ, সিরাজ উদ দৌলা তালুকদার, জগদীশ সামন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, লুৎফর রহমান এওর, সাংগঠনিক সম্পাদক এডভোকেট অভিরাম তালুকদার, আওয়ামী লীগ নেতা আসাদ উল্লাহ, ছাদিকুর রহমান ছাও মিয়া, সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস, ইউপি সদস্য এহসান চৌধুরী, সাবেক ইউপি সদস্য আব্দুস ছাত্তার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার প্রমুখ।