‘সেক্স বাডি’ খুঁজে নিতে ডাচ সরকারের পরামর্শ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৭ মে ২০২০, ৪:৩৪:৩২ অপরাহ্ন

নেদারল্যান্ডসে যারা একা আছেন – তাদেরকে বর্তমান করোনাভাইরাস মহামারির মধ্যে একজন ‘সেক্স বাডি’ বা যৌন বন্ধু খুঁজে নেবার পরামর্শ দিয়েছে সেদেশের সরকার।
দেশটির জাতীয় জনস্বাস্থ্য ও পরিবেশ ইন্সটিটিউট বলছে, বর্তমানে একাকী যে ব্যক্তিরা কারো সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে চান – তারা আরেকজন ব্যক্তির সাথে এমন একটা ‘ব্যবস্থা’ করে নিতে পারেন।
“তবে তাদের মধ্যে কোন একজন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন বলে সন্দেহ হলে যৌনমিলন না করাই উচিৎ হবে” – বলছে ডাচ সরকার।
নেদারল্যান্ডসে এ পর্যন্ত ৪৩,০০০ লোক কোভিড-১৯ পজিটিভ বলে চিহ্নিত হয়েছেন এবং মৃত্যু হয়েছে কমপক্ষে সাড়ে পাঁচ হাজার লোকের।
ডাচ সরকার নাগরিকদের জন্য নতুন প্রকাশিত পরামর্শে বলেছে, যারা একা আছেন তারা এই মহামারির সময়েও শারীরিক সম্পর্ক চান। তবে একাকী কেউ যৌন সম্পর্কে লিপ্ত হতে চাইলে তাদের যেন ভাইরাস সংক্রমণ না হয় এমন পূর্ব-সাবধানতা অবলম্বন করতে হবে।
এতে বলা হয়, তাদের উচিত হবে মাত্র একজন ‘যৌন-বন্ধু’র সাথেই সম্পর্ক রাখা।
ডাচ সরকারের পরামর্শে যুগল বা দম্পতিদের কথাও বলা হয়েছে।
সৌজন্যে: বিবিসি