সৈয়দা জেবুন্নেছা হকসহ ৫ নারী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২২, ৪:০১:৫৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : রাজনীতির ক্ষেত্রে সিলেট জেলার সৈয়দা জেবুন্নেছা হকসহ ৫ বিশিষ্ট নারী চলতি বছর ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদক পেয়েছেন।
গতকাল সোমবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে পদক তুলে দেয়া হয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর তরফ থেকে পদক তুলে দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা। জেবুন্নেছা হক ছাড়া পদকপ্রাপ্ত বাকি ৪ নারী হলেন- অর্থনীতি ক্ষেত্রে কুমিল্লা জেলার সংসদ সদস্য সেলিমা আহমাদ, শিক্ষাক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের স্ত্রী অধ্যাপক নাসরীন আহমাদ, সমাজসেবা ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার মোছা. আছিয়া আলম এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গোপালগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আশালতা বৈদ্য (যুদ্ধকালীন কমান্ডার)।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিবস ৮ আগস্টকে সরকার ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। গতকাল সোমবার জাতীয়ভাবে বঙ্গমাতার ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়। বঙ্গমাতার অবদানকে চিরস্মরণীয় করার লক্ষ্যে এ বছর রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, সমাজসেবা এবং স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ ৫ জন বিশিষ্ট নারীকে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব পদক ২০২২’ দেওয়া হয়েছে। পদক বিতরণ অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগের অভিনন্দন
সাবেক সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের সম্মানিত সদস্য, রোকেয়া পদকপ্রাপ্ত, সকলের শ্রদ্ধেয় সৈয়দা জেবুন্নেছা হক স্থানীয় ও কেন্দ্রীয় রাজনীতিতে জীবনব্যাপী অসামান্য অবদানের জন্য ‘রাজনীতি’ ক্ষেত্রে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য, শিক্ষাবিদ, পরিবেশ বিজ্ঞানী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ এর সহধর্মিণী বীর মুক্তিযোদ্ধা নাসরিন আহমদ ‘শিক্ষা’ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য নব প্রবর্তিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদকে ভূষিত হওয়ায় সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান এক অভিনন্দন বার্তায় বলেন, এই দুজন মহীয়সী নারী নবপ্রবর্তিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদকে ভূষিত হওয়ায় সিলেটবাসী গর্বিত। এই দুই কীর্তিময়ী মহীয়সী নারীর জন্য শুভ কামনা ও মহান আল্লাহ তায়ালার কাছে তাদের নেক হায়াত ও সুস্থ জীবন প্রার্থনা করা হয়। এই দুই মহীয়সী নারীর জীবন ও কর্ম বর্তমান এবং আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন।
একই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুই মহীয়সী নারী নেত্রীকে নব প্রবর্তিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব’ পদকের জন্য মনোনীত করায় সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।