স্কলার্সহোম মেজরটিলা ক্যাম্পাসের সাফল্য
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৩৬:০৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : স্কলার্সহোম মেজরটিলা কলেজ ক্যাম্পাস থেকে ২০২২ সালে এইচএসসি পরীক্ষায় ২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ জন জিপিএ-৫ ও ২০০ জন এ গ্রেড সহ অনবদ্য ফলাফল করেছেন। করোনা মহামারী এবং বন্যার কারণে একাডেমিক কার্যক্রম বিঘ্নিত হওয়া স্বত্বেও প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ফলাফলের সাফল্য উর্ধ্বমুখী।
সন্তোষজনক ফলাফল করায় ছাত্রছাত্রী, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষ আনন্দিত। রেজাল্ট প্রকাশের সাথে সাথেই কলেজে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ফলাফল ঘোষণা করেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদ, শিক্ষকমণ্ডলী, অভিভাবক সহ সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠান পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।