স্পেশাল পিপি হিসেবে নিয়োগ পেয়েছেন সিনিয়র এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৪:৫২:৪৩ অপরাহ্ন

সিলেট জেলা বারের সিনিয়র এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ গত ১৩ জানুয়ারি প্রদত্ত এক আদেশে সিনিয়র এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলীকে সিলেট মানব পাাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ প্রদান করে। সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ মোঃ মোসাহিদ আলী ২০০৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বিভাগীয় স্পেশাল জজ আদালত, সিলেট-এর স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদ্য ঘোষিত কমিটির সহ সভাপতি। এর আগে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। শাহ মোঃ মোসাহিদ আলী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়শান্ত্রে অনার্সসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি সিলেট ল’কলেজ থেকে এলএলবি ডিগ্রী অর্জন করে ১৯৮৯ সালে আইন পেশায় আত্মনিয়োগ করেন। ছাত্রজীবনে তিনি সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার মূল বাড়ি বিশ্বনাথ থানাধীন বিশঘর গ্রামে। মানব পাচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি হিসেবে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।-বিজ্ঞপ্তি