হজের প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ৭:০৪:১৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী জুলাই মাসে হজের সময় সৌদি আরবে মানুষের স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় জনবল সরবরাহের পদক্ষেপ নিচ্ছে।
হাজিদের স্বাস্থ্যসেবায় অংশ নিবে এমন কর্মী বাছাইয়ের জন্য দেশটির স্বাস্থ্য অধিদফতর কমিটি গঠন করবে।প্রতিটি কমিটি প্রয়োজনীয় জনশক্তি সরবরাহ, শ্রেণীবদ্ধকরণ ও নিশ্চিতকরণের জন্য দায়বদ্ধ থাকবে। স্বেচ্ছাসেবীদের প্রয়োজনীয় সংখ্যা এবং বিশেষত্ব অনুযায়ী প্রস্তাবিত কর্মীদের নাম পর্যালোচনা করা হবে।
মন্ত্রণালয় বলেছে, জনবল সংক্রান্ত কমিটি ও স্বাস্থ্য অধিদপ্তরের উত্থাপিত প্রার্থীদের আবেদনই শুধু গ্রহণ করা হবে।