হবিগঞ্জে চা বাগানের দেয়াল ধসে দুই শ্রমিক নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২১, ২:২৮:২৩ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জের চুনারুঘাটে চা বাগানের ফ্যাক্টরীর দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুরে। নিহতরা হলেন- দেউন্দি চা বাগানের বাসিন্দা দীনেশ বাকতির ছেলে অজিত বাকতি (৩৫) ও একই এলাকার জামিন মালের ছেলে স্বপন মাল (২৫)।
চুনারুঘাট থানার পরিদর্শক (তদন্ত) চম্পক ধাম জানান, দুপুরে অজিত ও স্বপন দেউন্দি চা বাগানের ফ্যাক্টরীতে একটি দেয়াল মেরামতের কাজ করছিলেন। কাজের এক পর্যায়ে দেয়ালটি ধসে পড়ে। এতে চাপা পড়েন দুই শ্রমিক। কর্মরত শ্রমিকরা তাদেরকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, ময়না তদন্তের জন্য মরদেহ দু’টি হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।