হবিগঞ্জে ‘২১ ফেব্রুয়ারি’র প্রথম প্রহরে নির্মাণাধীন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২১, ২:৪৫:৩৩ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জবাসী এবার প্রথমবারের মত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পুষ্পস্তবক অর্পণ করবেন নির্মাণাধীন নতুন কেন্দ্রীয় শহীদ মিনারের। এর আগে সবাই সরকারী বৃন্দাবন কলেজের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতেন। কালেক্টরেট ভবন সংলগ্ন নির্মাণাধীন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ বিষয়ে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা কালেক্টরেট ভবন সংলগ্ন এ শহীদ মিনার জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নির্মাণ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, হবিগঞ্জ জেলা সদরে একটি কেন্দ্রীয় শহীদ মিনার নির্মাণের দাবি দীর্ঘ দিনের। প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন কেন্দ্রীয় শহীদ মিনার হবে জেলার সাংস্কৃতিক কর্মকান্ডের অন্যতম কেন্দ্রবিন্দু। এখানে যাতে সৃজনশীল বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করা যায়-তার জন্য বড় বেদী নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসক কামরুল হাসান জানান, নির্মাণ কাজের জন্য কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা( কাজের বিনিময়ে টাকা) প্রকল্প এবং এল আর ফান্ড থেকে প্রাথমিক অবস্থায় ৬ লক্ষ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আরো অর্থায়নের জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে।
হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী জানান, ষাটের দশকে স্থানীয় বৃন্দাবন সরকারী কলেজে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। কিন্তু, মুক্তিযুদ্ধের সময় হানাদার বাহিনী শহীদ মিনারটি ভেঙ্গে ফেলে। স্বাধীনতার পর পর তৎকালীন ছাত্র সংসদ এর উদ্যোগে এটি পুনঃনির্মাণ করা হয়। এরপর থেকে এ শহীদ মিনারে জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানিয়ে আসছিলেন।