আহত বাবু ওসমানীতে ভর্তি ॥ ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ
হরতালের মধ্যে সুবিদবাজারে পোল্ট্রি কর্মচারীকে ছুরিকাঘাত করে ছিনতাই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০২৩, ৮:২৭:২৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর সুবিদবাজার এলাকায় গতকাল রোববার দিন দুপুরে ছিনতাইর ঘটনা ঘটেছে। দু’টি মোটর সাইকেলে আসা চার ছিনতাইকারী ওয়েস্টার পোলট্রি এন্ড ফিশারিজ লিমিটেডের কর্মচারীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয়। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত ওই কোম্পানীর কর্মচারী এশফাক আহমেদ বাবুকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হরতালের মধ্যে গতকাল রোববার বেলা ২ টার দিকে ওয়েস্টার পোলট্রি এন্ড ফিশারিজ লিমিটেড এর কর্মচারী এশফাক আহমেদ বাবু সিএনজি অটোরিক্সা যোগে আম্বরখানার দিকে আসছিলেন।
সুবিদবাজার পুলিশ অফিসার্স ম্যাচের সামনে চারজন দুর্বৃত্ত দুটি মোটরসাইকেল যোগে এসে সিএনজি অটোরিক্সার গতিরোধ করে ও তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় তার কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ছিনতাই করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ব্যাপারে ওই কোম্পানীর সিএ টু এমডি মেহেদি বক্ত চৌধুরী গতকাল রোববার সিলেট কতোয়ালী থানায় লিখিত এজাহার দায়ের করেন। এ প্রেক্ষিতে কতোয়ালী থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন ও ভিকটিমের সাথে কথা বলেন।
যোগাযোগ করা হলে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, এ ঘটনায় পুলিশ দুর্বৃত্তদের পাকড়াও করতে কাজ করছে।