হাউজিং এস্টেটে পালানোর সময় ছিনতাইকারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০২১, ২:৫৭:৪৩ অপরাহ্ন

ডাক ডেস্ক :
সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকা থেকে এক ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ-জনতা। গত শুক্রবার ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ ও জনতা ধাওয়া করে ছিনতাইকারী রাজু দাস (১৯) কে আটক করে। সে সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার সুধন কল্লি গ্রামের রাখাল দাসের ছেলে। বর্তমানে জালালাবাদ থানার হাওলাদার পাড়া সেলিমের কলোনির বাসিন্দা।
জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পানিশ্বর শাখাতি গ্রামের ইমাম হোসেন কাজের সন্ধানে গত শুক্রবার ভোরে বাস যোগে সিলেট আসেন। তখন রাজু দাসের সাথে তার পরিচয় হয়। রাজু তাকে হযরত শাহজালাল (রহ.) এর মাজার দেখাতে নিয়ে আসে। এর মধ্যে সে তার সহযোগীকে সিএনজি নিয়ে মাজার এলাকায় আসতে বলে। মাজারে আসার পর সিলেট শহর দেখানোর কথা বলে ইমাম হোসেনকে তারাপুর চা বাগানের ভিতরে নিয়ে মারধর করে মোবাইল, নগদ ১২শ’ টাকা ও কাপড়ের ব্যাগ ছিনিয়ে নেয়। পরে তাকে সিএনজিতে তুলে শহরের দিকে যাত্রা করে। হাউজিং এস্টেট গেইটের সামনে ধাক্কা দিয়ে ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ইমাম হোসেনের চিৎকারে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ জিৎ তালুকদারসহ স্থানীয় জনতা এগিয়ে এসে ধাওয়া করে রাজু দাসকে আটক করে। অপর ছিনতাইকারী জালালাবাদ থানার কালীবাড়ি এলাকার বাসিন্দা অজিত বাবুর ছেলে অমিত বাবু (২৩) ও অজ্ঞাতনামা সিএনজি অটোরিক্সা চালকের তথ্য পাওয়া যায় । পরে তার দেয়া তথ্যমতে, তারাপুর চা বাগান থেকে ইমাম হোসেনের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়। এ ব্যাপারে এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত মুসলেহ উদ্দিন বলেন, তরুণ দোকান কর্মচারী নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।