জৈন্তাপুরে বিজিবি’র অভিযান
১৯৪ পিস ভারতীয় মোবাইল ফোন সেট জব্দ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৫৫:২১ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী আলু-বাগান মোকামপুঞ্জি এলাকায় অভিযান চালিয়ে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের একটি চালান আটক করেছে শ্রীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। আটক মোবাইল চালানের মধ্যে ভারতীয় বিভিন্ন মডেলের ১৯৪ পিস মোবাইল ফোন সেট রয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোপন সংবাদ পেয়ে মোকামপুঞ্জি আলু-বাগান এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো: মকবুল হোসেন এই অভিযানে নেতৃত্ব দেন।
অভিযানকালে ভারতীয় অবৈধ মোবাইল আমদানি কাজের সাথে জড়িত চোরাচালান ব্যবসায়ী চক্রের সদস্যদের পাওয়া যায়নি।
শ্রীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মো: মকবুল হোসেন ভারতীয় ১৯৪ পিস মোবাইল ফোন সেট আটকের কথা তিনি স্বীকার করেন। তিনি জানান, আটক মোবাইল ফোন’র বাজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা হবে। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান তিনি।