৫০০০ ফার্মেসিতে করোনা পরীক্ষা করাতে পারবেন নিউ ইয়র্কাররা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২০, ৪:২৪:৫৮ অপরাহ্ন

করোনা ভাইরাসে জর্জরিত পুরো বিশ্ব। তবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্র। ভাইরাসটিতে বিশ্বজুড়ে এক চতুর্থাংশের বেশি প্রাণহানীর হয়েছে সেখানে। পুরো দেশজুড়ে আক্রান্ত হয়েছেন ৯ লাখ ৩৯ হাজারের বেশি মানুষ। এর মধ্যে করোনার প্রাদুর্ভাব সবচেয়ে বেশি দেখা গেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। করোনায় পুরো যুক্তরাষ্ট্রের এক তৃতীয়াংশ মৃত্যু হয়েছে রাজ্যটিতে। এমতাবস্থায়, প্রায় ৫ হাজার ফার্মেসিকে ভাইরাসটি পরীক্ষার অনুমোদন দেয়ার কথা জানিয়েছেন রাজ্যটির গভর্নর অ্যান্ড্রিও কিয়োমো। এজন্য একটি নির্বাহী আদেশ জারি করবেন তিনি।