দানবীর ড. রাগীব আলীর শোক
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সহকারী লাইব্রেরীয়ান মোফাজ্জেল হোসেনের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২১, ২:৪১:৪০ অপরাহ্ন

ডাক ডেস্ক : জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট এর সহকারী লাইব্রেরীয়ান মো. মোফাজ্জেল হোসেন আর নেই। তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত বুধবার সন্ধ্যা ৭টায় জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৩১ জুলাই থেকে জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মো. মোফাজ্জেল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী এবং জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, কর্মচারীদের পক্ষে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. আবেদ হোসেন।
এক শোক বার্তায় দানবীর ড. রাগীব আলী, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: মো. আবেদ হোসেন এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মো. তারেক আজাদ বলেন, মোফাজ্জেল হোসেন ছিলেন একজন নম্র, ভদ্র এবং পরহেজগার মানুষ। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানান।
উল্লেখ্য, মো. মোফাজ্জেল হোসেন ১ মার্চ ১৯৯৯ থেকে ৩১ জুলাই ২০২১ পর্যন্ত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের সহকারী লাইব্রেরীয়ান (স্থায়ী) হিসেবে দায়িত্ব পালন করেন।