ছাতক ও দোয়ারাবাজারবাসীর পক্ষ থেকে বিদায়ী ডিসিকে সংবর্ধনা
বন্যার সময় জীবনের ঝুঁকি কাজ করেছেন জাহাঙ্গীর হোসেন : মুহিবুর রহমান মানিক এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৬:৪৫:৫১ অপরাহ্ন
ছাতক( সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ছাতক-দোয়ারা থেকে নির্বাচিত সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বলেছেন, সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন মানবিক গুণাবলীসম্পন্ন সুদক্ষ একজন কর্মকর্তা। গত জুনে স্মরণকালের ভয়াবহ বন্যায় জীবনের ঝুঁকি নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
ছাতক ও দোয়ারা বাজার উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনের বিদায় সম্বর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমানের সভাপতিত্বে ও মোস্তফা আহসান হাবিবের উপস্থাপনায় গতকাল বুধবার সন্ধে ৭টায় ছাতক উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিদায় সম্বর্ধনায় বক্তব্য রাখেন, দোয়ারা উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল আশরাফী তানভীর চৌধুরী বাবু, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরী, দোয়ারা বাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কা, সহকারী কমিশনার ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার ফয়সাল আহমদ, বিশিষ্ট রাজনীতিবিদ সৈয়দ আহমদ, সাবেক অধ্যক্ষ মইন উদ্দিন আহমদ, ছাতক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউএইচও ডাঃ রাজীব চক্রবর্তী, ইউনিয়ন চেয়ারম্যান গয়াছ আহমদ, মিলন খান, ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন প্রমুখ।
অন্ষ্ঠুানে ছাতক ও দোয়ারার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।