ওসমানী মেডিক্যাল ছাত্রাবাস থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৭:০০:৩৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের আবু সিনা ছাত্রাবাসের পরিত্যক্ত একটি কক্ষ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওসমানী মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. শিশির চক্রবর্তীকে প্রধান করে গতকাল বুধবার এ কমিটি গঠন করা হয়।
ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. ময়নুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আবু সিনা ছাত্রাবাসের ওইকক্ষ অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। ওই কক্ষে কোনও শিক্ষার্থী থাকতো না। এখানে কীভাবে এসব জিনিস এলো তা খতিয়ে দেখার জন্য একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ৩ দিনের মধ্যে প্রতিবেদন দেবেন।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে কয়েকজন শিক্ষার্থীদের দেওয়া তথ্যের ভিত্তিতে আবু সিনা ছাত্রাবাসের পরিত্যক্ত একটি কক্ষ থেকে কয়েকটি কুড়াল, হকিস্টিক ও ক্রিকেট স্টাম্প এবং জামায়াত-শিবিরের প্রচার-প্রচারণাপত্র উদ্ধার করে পুলিশ। এ সময় কাউকে আটক করা যায়নি। অস্ত্র উদ্ধার হওয়া কক্ষটি আগে শিবির কর্মীদের দখলে ছিল বলে জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন, ‘এ নিয়ে থানায় কেউ এখনও অভিযোগ দেয়নি। বিষয়টি ছাত্রাবাসের ভেতরে হওয়ায় ছাত্রাবাস কর্তৃপক্ষ অভিযোগ করার কথা ছিল। কিন্তু তারা করেনি। এরপরও বিষয়টি তদন্ত করে আমরা আইনি ব্যবস্থা নেবো।’