জৈন্তাপুরে শয়নকক্ষ থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৭:০২:৪৫ অপরাহ্ন

জৈন্তাপুর (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা : সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলা থেকে রুহুল আমিন (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে পরাখলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুহুল আমিন উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা গ্রামের খোকন আহমদের ছেলে।
বাড়ির লোকজনের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১১টায় খাওয়া দাওয়া শেষে শয়নকক্ষে ঘুমাতে যান রুহুল আমিন। কিছুক্ষণ পর ঘরের লোকজন কক্ষে ঢুকে দেখতে পান তীরের সঙ্গে তার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। এসময় পরিবারের লোকজনের আর্তচিৎকারে আশপাশের লোকজন জড়ো হন।
খবর পেয়ে থানা পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পিতা জৈন্তাপুর রিকসাচালক সমিতির সাধারণ সম্পাদক খোকন মিয়ার বরাত দিয়ে পুলিশ জানায়, রুহুল আমিন কি কারণে আত্মহত্যা করেছে, তিনি তা বুঝতে পারছেন না।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। গতকাল বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের সুরতহাল প্রতিবেদন বলছে ওই যুবক আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।