ইংরেজি ভার্সনে শ্রেষ্ঠ জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২২, ৭:১৯:৪৮ অপরাহ্ন

২০২২ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জালালাবাদ ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল এন্ড কলেজ (জেসিইএসি) সিলেট বিভাগের মধ্যে বরাবরের মত এবারও গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে। মোট ৭০ জন পরীক্ষার্থী (বিজ্ঞান বিভাগে-৬৫, ব্যবসা শিক্ষায়-৫) অংশ নিয়ে শতভাগ পাশসহ ৫৮ জন এ প্লাস, এবং ১১ জন এ গ্রেড অর্জন করেছে।
সোমবার দুপুর ১২ টায় ফলাফল ঘোষণার পর প্রতিষ্ঠানের মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের বাঁধভাঙ্গা উল্লাসে মুখরিত হয়ে উঠে ক্যাম্পাসটি। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ, উপাধ্যক্ষ, কোঅর্ডিনেটর, সিনিয়র শিক্ষক, শ্রেণি শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
তিনি বলেন, আগামীর পথ হবে আরো কঠিন। পরিশ্রম এবং অধ্যবসায়ের মাধ্যমে তোমাদের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে হবে। সকল বাধা অতিক্রম করে বিজয় নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, ‘শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কঠোর পরিশ্রমের ফলই আজকের সাফল্য।-বিজ্ঞপ্তি