রেড ক্রিসেন্ট সিলেট’র ৫০তম বার্ষিক সাধারণ সভা আগামীকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৪:২৪:৫৭ অপরাহ্ন
বাংলাদেশ রেড ক্রিসন্টে সোসাইটি সিলেট ইউনিটের ৫০তম বার্ষিক সাধারণ সভা আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে। রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্র মিলনায়তনে এ সভা আহবান করা হয়েছে।
এদিকে, যেসব আজীবন সদস্যরা ডিজিটাল পরিচয়পত্র গ্রহণ করেননি এবং মোবাইল নাম্বার প্রদান করেননি তাদেরকে পরিচয়পত্র করার অনুরোধ করা হয়েছে।
সভায় সিলেট ইউনিটের আজীবন সদস্যদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন রেড ক্রিসেন্ট সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান ও সেক্রেটারী মোঃ আব্দুর রহমান জামিল। বিজ্ঞপ্তি