শপথ নিলেন ওসমানীনগর এবং জগন্নাথপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৪:২৯:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে গতকাল বৃহস্পতিবার দুই উপজেলা পরিষদ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণকারী নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদের শপথবাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার ড. মোশাররফ হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে বিভাগীয় কমিশনার নবনির্বাচিত দুই চেয়ারম্যান সততা ও নিষ্ঠার সাথে তাদের অপর অর্পিত দায়িত্ব পালন করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ায় অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় ওসমানীনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনা মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগমও শপথ নেন। শপথগ্রহণের সময় সিলেট জেলা পরিষদের সদস্য ও আওয়ামী লীগ এবং যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জগন্নাথপুর থেকে নিজস্ব সংবাদদাতা জানান, গতকাল জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন। এসময় জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন ও মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথীও শপথ নেন। প্রসঙ্গত, গত ২ নভেম্বর ওসমানীনগর এবং জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।