জামিনে মুক্তি পেলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেলিম
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৪:৩২:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন । গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তিনি সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন। তার আইনজীবী মো. আল আসলাম মুমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
২০১৮ সালের একটি রাজনৈতিক মামলায় গত রোববার সকালে বদরুজ্জামান সেলিম সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। তবে আদালতের বিচারক এ কিউ এম নাসির উদ্দিন জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে ওই মামলায় সেলিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
সিলেট মহানগর বিএনপি সূত্র জানায়, বদরুজ্জামান সেলিম শারীরিকভাবে বেশ অসুস্থ। তাঁর হার্টে রিং লাগানো হয়েছে। এসব চিকিৎসার জন্য সেলিম বিদেশে ছিলেন। তাই আদালতে হাজির হতে না পারায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।