৩১তম আন্তর্জাতিক এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস কাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৪:৩৯:১৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : ‘অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ; প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা’-প্রতিপাদ্যকে সামনে রেখে আগামীকাল শনিবার সারা দেশের ন্যায় সিলেটে ও পালিত হবে ৩১তম আন্তর্জাতিক এবং ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস।
এ উপলক্ষে সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে একটি বর্ণাঢ্য র্যালি রিকাবী বাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এসে শেষ হবে। সকাল সাড়ে ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা, দুপুর ১২টায় সহায়ক উপকরণ বিতরণ, সোয়া ১২টায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সিলেটের জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, সিলেট সিটি কর্পোরেশন,প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে সিলেটে কর্মরত বেসরকারি সংগঠন সমূহের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জাতীয় সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী সদস্য ও সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক। সভায় সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবুর রহমান। এতে সংশ্লিষ্টদের উপস্থিতি কামনা করেছেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ।