সানী চিকিৎসক হতে চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২২, ৪:৪১:৫০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর পাঠানটুলা শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে নাঈমা জাহান সানী। সে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে এই কৃতিত্ব অর্জন করে। সানী এর আগে প্রাথমিক সমাপনী ও জেডিসিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলো। সে ভবিষ্যতে চিকিৎসক হয়ে গরীব অসহায় মানুষের সেবা করতে চায়।
নাঈমা জাহান সানীর পরিবার বর্তমানে সিলেট নগরীর বাসিন্দা। তাদের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার সদর উপজেলার মাগুরা গ্রামে। বাবা মাওলানা আতাউর রহমান একজন প্রবাসী ও মা তাজকিয়া বেগম গৃহিনী। মেয়ের এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্যে বাবা-মা অনেক খুশি। তারা তাদের মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া কামনা করেন।