জাউয়াবাজারে নারী খুন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৫:০০:৪০ অপরাহ্ন
জাউয়াবাজার (ছাতক) থেকে নিজস্ব সংবাদদাতা : জাউয়াবাজার উপজেলায় টাকার লেনদেনকে কেন্দ্র করে এক নারী খুন হয়েছেন। নিহত নারীর নাম আলেকা বেগম (৪০)। তিনি চরমহল্লা ইউনিয়নের কামারখাল নতুনগ্রামের আবুল কালামের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন, চরমহল্লা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার অজিত কুমার দাশ।
জানা যায়, আলেকা বেগমের প্রতিবেশী আরশ আলীর পুত্র সুন্দর আলী (২৬) একজন উমান প্রবাসী। আলেকা বেগমের পরিবারের সাথে ওই প্রবাসীর টাকার লেনদেন ছিলো। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে আলেকা বেগমের বাসায় গিয়ে প্রবাসী সুন্দর আলী পাওনা টাকার জন্য চাপ প্রয়োগ করেন। এক পর্যায়ে তিনি আলেকা বেগমকে মারধর করেন। মারধরের এক পর্যায়ে আলেকা বেগম মাটিতে লুটিয়ে পড়লে সুন্দর আলী পালিয়ে যান। এ সময় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আলেকা বেগমের স্বামী আবুল কালাম জানিয়েছেন, তাদের সাথে সুন্দর আলীর কোনো লেনদেন ছিলোনা।
খবর পেয়ে হাসপাতালে যান ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান। তবে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। আটক করতে অভিযান চলছে বলে জানিয়েছেন ওসি। এক প্রশ্নের জবাবে ওসি জানান, কি কারণে খুন করা হলো সেটি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে লাশ ময়না তদন্তের জন্য গতকাল শুক্রবার রাতেই সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।