নিয়ন্ত্রণ হারিয়ে হোটেলে কাভার্ডভ্যান, নিহত ৫
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৫:৩৪:৫৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : যশোরের মণিরামপুরে কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি হোটেলে ঢুকে বাবা-ছেলেসহ ৫ জন নিহত হয়েছেন।
গতকাল শুক্রবার সকালে যশোরের মনিরামপুর উপজেলার বেগারিতলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে বাবা-ছেলের পরিচয় মিলেছে। তারা হলেন ব্যাগারিতলা এলাকার হাবিবুর রহমান (৪৫) ও তার ছেলে তাওশিদ হোসেন (৭)। অন্যদের নাম পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
মনিরামপুর ফায়ার স্টেশনের কর্মকর্তা প্রণব কুমার বিশ্বাস জানান, আমরা হাইড্রোলিক ব্যবহার করে হোটেল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছি। কাভার্ডভ্যানের চালক কিংবা হেলপারকে পাওয়া যাযনি।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মনিরুজ্জামান বলেন, কাভার্ডভ্যানটি রাস্তা ছেড়ে অন্তত ১০টি দোকানে আঘাত করেছে।