বিয়ে বাড়িতে বিনা দাওয়াতে খাওয়ায় মাজতে হলো বাসন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২২, ৫:৩৫:৪৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : ভারতের মধ্যপ্রদেশের ভোপালে এক বিয়েবাড়িতে দাওয়াত খেয়েছিলেন এক যুবক। ‘শাস্তি’ দিতে তাকে দিয়ে এঁটো বাসন মাজানো হল। সেই সঙ্গে পুরো ঘটনাটার ভিডিও-ও করা হলো। করা হলো কটাক্ষও। সেই ভিডিও ভাইরাল হয়েছে। যা ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। প্রশ্ন উঠেছে, দাওয়াত ছাড়াই খাবার খেয়েছেন বলে কাউকে কি এভাবে অপমান করা যায়?
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়- দামি পোশাক পরে বাসন মাজছেন ওই পড়ুয়া। তাকে প্রশ্ন করা হচ্ছে, ‘বিনামূল্যে খাবার খাওয়ার সাজা জানা আছে? এবার বাসন মাজো, যেভাবে বাড়িতে মাজতে হয়।’ যিনি ভিডিও করছিলেন তাকে ওই তরুণকে প্রশ্ন করতে দেখা যায়, তিনি কোথা থেকে এসেছেন।
জানা যায়, জব্বলপুরের বাসিন্দা ওই পড়ুয়া ভোপালে এমবিএ পড়তে এসেছেন। সেই শুনে তাকে কটাক্ষ করে প্রশ্নকর্তা বলেন, ‘তুমি এমবিএ করছ আর তোমার মা-বাবারা টাকা পাঠাচ্ছে না? তুমি জব্বলপুরের নাম খারাপ করছ।’ সেই সঙ্গে তাকে কটাক্ষও করা হয়, ‘কেমন লাগছে বাসন মাজতে? ফ্রিতে খেয়েছ স্যার, কিছু তো করতে হবে।’
ভিডিও ভাইরাল হওয়ার ঘটনাটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। দাবি উঠছে, এমন আচরণ অমানবিক। বিনা দাওয়াতে হলেও কেউ খাবার খেয়েছে বলে তাকে এভাবে অপদস্থ করা যায় কি না, সে প্রশ্ন তুলছেন অনেকেই। আবার অনেকেই বলেছেন, হোস্টেলের পড়ুয়ারা এমন কাণ্ড অনেক সময়ই করে থাকেন। কিন্তু সেজন্য কাউকে এভাবে অপমান করা যায় না। যারা ওই ছাত্রকে দিয়ে বাসন মাজিয়েছেন কিংবা ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে, পোস্ট করেছেন তাদের গ্রেপ্তারির দাবিও উঠছে।