জেলা ও মহানগর যুবদলের মিছিল-সমাবেশ
নেতৃবৃন্দকে গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৫:২৩:৩৫ অপরাহ্ন
যুবদলের কেন্দ্রীয় সভাপতি টুকু ও সহ সভাপতি নয়নকে গ্রেফতার ও ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় পুলিশের ঘেরাওয়ের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবদল তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
গতকাল শনিবার রাত ৯টায় নগরীর জিন্দাবাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কোর্ট পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ও মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সভাপতি এড.মোমিনুল ইসলাম মোমিন।
এ সময় এড. মোমিনুল ইসলাম মোমিন বলেন, “১০ডিসেম্বর মহাসমাবেশ বানচালের জন্য সরকার পরিকল্পিতভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ করে কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে। আমরা সিলেটের পবিত্র মাটি থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকারের সকল অপচেষ্টা প্রতিহত করতে যুবদলের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও সহ সভাপতি নয়নকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি। নেতৃবৃন্দকে গ্রেফতার করে আন্দোলন বন্ধ করা যাবে না।”
সভাপতির বক্তব্যে শাহনেওয়াজ বক্ত চৌধুরী বলেন, “সরকার পরিকল্পিতভাবে দমনপীড়নের জন্য পুলিশ দিয়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এই অজুহাতে মহাসমাবেশ ভন্ডুল করতে চায়। ঢাকার মহাসমাবেশ যেকোন মূল্যে সফল করা হবে। সরকার ভয় পেয়ে আন্দোলন সংগ্রামের অগ্রসেনা যুবদলের সভাপতি টুকু ও সহসভাপতি নয়নকে গ্রেফতারের তীব্র নিন্দা জানাচ্ছি।
এ সময় সিলেট জেলা ও মহানগর যুবদলের সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, সাহিবুর রহমান সুজান, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, অলিউর রহমান অলি, জিএম বাপ্পি, রায়হান আহমদ, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর , ওসমান গনি, মকসুদুল করিম নোহেল, মতিউর রহমান আফজল, আমিনুল ইসলাম আমিন, ইসহাক আহমদ। এছাড়াও ২৭টি ওয়ার্ড, ১৩টি উপজেলা ও ৫টি পৌর শাখার যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি