পেলের অবস্থা সংকটাপন্ন, থেরাপিতেও দিচ্ছেন না সাড়া
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২২, ৫:৪১:১৯ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : হাসপাতালে ভর্তি ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের অবস্থা সংকটাপন্ন। কোমোথেরাপিতেও সাড়া দিচ্ছেন না তিনি। তাই তাকে প্যালিয়েটিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, একজন রোগীকে তখনই প্যালিয়েটিভ কেয়ারে নেওয়া হয় যখন তার রোগ নিরাময় অযোগ্য কিন্তু তার চিকিৎসা করা হবে। সেই সময়ে মূলত তাকে শারীরিক ও মানসিক, আত্মিক ও সামাজিকভাবে সাপোর্ট দেয়া হয়।
মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই করা ৮২ বছর বয়সী পেলেকে গেল সপ্তাহে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়। দু’দিন আগে তার শারীরিক অবস্থা স্থিতিশীল হয়েছিল। তার অন্ত্রের ক্যান্সার এখন আর চিকিৎসা করে সারানো সম্ভব নয়। কেমোথেরাপিতেও সাড়া দিচ্ছে না।
গেল মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা নেন। এরপর ইনস্টাগ্রামে এক বার্তায় জানান, তিনি ভালো আছেন। সে সময় কাতারের একটি ভবনে পেলের সুস্থতা কামনা করে বড় করে লেখা হয় ‘দ্রুত সেরে উঠুন।’
গতকাল শনিবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ফোলহা ডি সাও পাওলো এক প্রতিবেদনে জানায়, পেলে কেমোথেরাপিতে আর সাড়া দিচ্ছেন না। যে থেরাপি নেওয়ার মাধ্যমে এতোদিন তিনি ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন।