মেহরিন রহমান সানিয়া ডাক্তার হতে চায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৪:৫৫:৩৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এবারের এসএসসি পরীক্ষায় জালালাবাদ ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে (ইংলিশ ভার্সন) গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে মেহরিন রহমান সানিয়া। সে নগরীর পূর্ব পীর মহল্লার বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহেদুর রহমান ও রাবেয়া খাতুনের কন্যা।
সানিয়া এর আগেও পঞ্চম শ্রেণী ও জেএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখে। ভাল ফলাফলের জন্য সে পিতা-মাতা ও শিক্ষকমন্ডলীর প্রতি কৃতজ্ঞ। সানিয়া ডাক্তার হয়ে আর্ত মানবতার সেবায় কাজ করতে চায়। এ জন্য সে সকলের দোয়াপ্রার্থী।