ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে —-পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৫:০০:৪২ অপরাহ্ন
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : দেশকে বিশৃংখল করতে ব্যাংকে টাকা নেই বলে গুজব ছড়ানো হচ্ছে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান। তিনি বলেন, বোমা মেরে অসত্য প্রচার করে কিছু মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কিছুদিন আগে গুজব ছড়িয়েছিল ব্যাংকে টাকা নেই। কি ভয়ংকর ষড়যন্ত্র। যদি সকল ব্যাংকে মানুষ হাজির হয়ে যেতো। সংস্থাগুলো ধ্বংস হয়ে যেতো। মানুষ যায় নাই। বিশ্বাস ছিল শেখ হাসিনার প্রতি, বিশ্বাস ছিল সরকারের প্রতি। তিনি বলেন, ব্যাংকে টাকা গায়েব হওয়ার কোন সম্ভাবনা নেই।
গতকাল শনিবার দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ এফআইভিডিবির ট্রেনিং সেন্টারে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন আয়োজিত ‘জলবায়ূ পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রকল্পের’ উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাজেদা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহিদা ফিজ্জা কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার উজ জামান। সুনামগঞ্জ পৌর সভার প্যানেল মেয়র আহমদ নুরসহ এ সময় উপস্থিত ছিলেন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ ।