জৈন্তাপুরে সড়কের পাশ থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ ডিসেম্বর ২০২২, ৫:০১:১৭ অপরাহ্ন
জৈন্তাপুর থেকে নিজস্ব সংবাদদাতা : জৈন্তাপুরে মোক্তার হোসেন (৩৮) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি দরবস্ত ইউনিয়নের তেলিজুরী গ্রামের রহমত উল্লার ছেলে। ধারনা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার সকাল ৬টার দিকে সিলেট তামাবিল মহাসড়কের সংযোগ সড়ক তেলিজুরী রাস্তার পাশে থেকে লাশটি উদ্ধার করা হয়।
এলাকাবাসী জানান, সকালে সড়কের পাশে একটি রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর দরবস্ত ইউপি চেয়ারম্যানকে খবর দেয়া হয়। তিনি এসে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। নিহত মোক্তার হোসেন ২০১৬ সালে পূর্ব বিরোধের জেরে এক শিশুর পেট কেটে ফেলেছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন তাকে ধরে পুলিশে সোপর্দ করেছিলো। এ নিয়ে একটি পক্ষের সাথে বিরোধ রয়েছে। এর বাইরেও নানা কারনে প্রতিবেশিদের সাথে বিরোধে জড়িয়েছিলেন মোক্তার হোসেন। ধারণা করা হচ্ছে এসব বিরোধের সূত্র ধরে হত্যাকান্ডটি ঘটতে পারে।
দরবস্ত ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, দেশে আইনের শাসন ব্যবস্থা রয়েছে। মোক্তারের বিরুদ্ধে নানা অভিযোগ থাকতে পারে, সেজন্য থাকে মেরে ফেলা উচিত হয়নি। যে বা যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে পুলিশকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান তিনি।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, সংবাদ পেয়ে নিজে উপস্থিত থেকে লাশ উদ্ধার করি। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা করছি। লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।