আখালিয়ায় টিলা কর্তনের দায়ে একজনকে ১৫ দিনের কারাদন্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৪:৩১:৩৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর আখালিয়ায় টিলা কর্তনকালে এক ব্যক্তিকে আটক করে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে। গতকাল সোমবার পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন এই দন্ডাদেশ দেন।
জালালাবাদ থানার পুলিশ এর সহযোগিতায় ছিলো। দন্ডিত ব্যক্তির নাম ইদন আলী (৫৮)। তিনি আখালিয়া ব্রাহ্মন শাসন এলাকার মৃত হাসিম আলীর পুত্র। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের মোঃ বদরুল হুদা। সিলেট বিভাগীয় কার্যালয়ের নমুনা সংগ্রহকারী রুবেল মিয়াসহ পুলিশের ফোর্স এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান, টিলা কর্তন ও দুষণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।