১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ ডিসেম্বর ২০২২, ৪:৪৭:৩৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : দেশের সব সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারির তারিখ পরিবর্তন করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন ঘোষণা অনুযায়ী আগামী ১২ ডিসেম্বর লটারি অনুষ্ঠিত হবে।
গতকাল সোমবার মাউশির উপপরিচালক (মাধ্যমিক) মোহাম্মদ আজিজ উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
মাউশির অফিস আদেশে জানানো হয়, সরকারি বিদ্যালয়ে ১০ ডিসেম্বর ভর্তির লটারি হওয়ার কথা ছিল। এটা পরিবর্তন করে ১২ ডিসেম্বর করা হয়েছে। এ দিন দুপুর ১২টা থেকে লটারি শুরু হবে। তবে পূর্বের ঘোষণা অনুযায়ী বেসরকারি বিদ্যালয়ে ভর্তির লটারি আগামী ১৩ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হবে।
সারাদেশে সরকারি ৪০৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আসন সংখ্যা ৮০ হাজার ৯১টি। ২ হাজার ৯৬১টি বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির আসন রয়েছে ৯ লাখ ৪০ হাজার ৮৭৬টি।
২০২১ ও ২০২২ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। গত দুই বছরের মতো ২০২৩ শিক্ষাবর্ষে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয় ১৬ নভেম্বর, যা চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত।