শাল্লার সাজাপ্রাপ্ত আসামি রাজধানী থেকে গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:০৭:১৪ অপরাহ্ন
ডাক ডেস্ক : সুনামগঞ্জের শাল্লায় দীর্ঘদিন পলাতক থাকা চারটি মামলার সাজাপ্রাপ্ত আসামী ইমন বিন জিলানীকে (৪০) গ্রেফতার করেছে শাল্লা থানা পুলিশ। গত সোমবার দিবাগত রাত ২টায় তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা মহানগরীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইমন শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত গোলাম জিলানীর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, ইমন বিন জিলানী ৪টি মামলার বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ৯টি মামলার পরোয়ানাভুক্ত আসামী। দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় পরিচয় গোপন রেখে তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে তাকে ঢাকার কদমতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, অনেক দিন চেষ্টার পর ঢাকা থেকে ইমনকে গ্রেফতার করা হয়েছে। তাকে সুনামগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হবে।