বড়লেখায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:০৯:৩১ অপরাহ্ন
বড়লেখা (মৌলভীবাজার) থেকে নিজস্ব সংবাদদাতা : বড়লেখায় বিজিত দাস (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনীয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত বিজিত উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনীয়া গ্রামের নিখিল দাসের ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজিত দাস গত সোমবার রাত সাড়ে নয়টার দিকে ফুটবল খেলা দেখতে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফিরেননি। মঙ্গলবার সকাল নয়টার দিকে স্বজনরা বাড়ির পাশের একটি টিলায় আকাশি গাছের সঙ্গে গলায় রশি দিয়ে বিজিতকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তারা বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. মাসুক মিয়া বলেন, প্রাথমিকভাবে বিজিত আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।