ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সব ধরনের পরীক্ষা সাশ্রয়ী মূল্যে চালু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২২, ৬:২০:১২ অপরাহ্ন

ডা: এস. এম. আসাদুজ্জামান জুয়েল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গত প্রায় এক সপ্তাহ যাবত অতি জনগুরুত্ব সম্পন্ন ও দামী ‘ট্রপোনিন-আই’ (ঞৎড়ঢ়ড়হরহ-ও) নামক হৃদরোগের পরীক্ষা অতি স্বল্প মূল্যে শুরু হয়েছে। পূর্বে এই পরীক্ষাটি প্রায় ১ হাজার টাকা মূল্যে রোগীরা হাসপাতালের বাইরে থেকে করতেন। তাছাড়া, আল্ট্রাসনোগ্রাফীসহ সবধরনের পরীক্ষা যেমন- গজও, ঈঞ-ঝঈঅঘ, রক্তের পরীক্ষা, হরমোন পরীক্ষাসহ যাবতীয় পরীক্ষা এখন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালেই হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এসবের কৃতিত্বের দাবীদার বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা: মাহবুবুর রহমান ভূঁইয়া। এ প্রতিবেদকের সাথে আলাপকালে তিনি জানান, হৃদরোগীদের জন্য কম খরচে ‘ট্রপোনিন-আই’ পরীক্ষা চালুর জন্য আমি ঢাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বার বার মিটিং করে এ ব্যবস্থা করেছি। তাছাড়া,পূর্বে ওসমানী হাসপাতালের অধিকাংশ পরীক্ষাই দালালচক্রের কারণে বাইরের পরীক্ষা কেন্দ্রগুলোতে চলে যেতো। ফলে সরকার বিশাল অংকের রাজস্ব থেকে বঞ্চিত হতো।
কিন্তু আমি হাসপাতালের দায়িত্ব নেয়ার পর থেকে গত অর্থবছর অর্থাৎ ২০২১-২২ অর্থবছর প্রায় ১ কোটি টাকার উপরে আয় হয়েছে, যা সরকারের রাজস্ব খাতকে শক্তিশালী করেছে। আশ করছি এবছরও ২ কোটি টাকার উপরে এ খাত থেকে আয় করে সরকারী কোষাগারে দিতে পারব ইন্শাল্লাহ।
পরিচালক ডা: মাহবুবুর রহমান ভূঁইয়া ওসমানী হাসপাতালের পরিচ্ছন্নতা, সৌন্দর্য্য বজায় রাখতে ১ জন রোগীর সাথে ১ জন এ্যাটেনডেন্ট আসতে এবং পরিচালককে সবাই মিলে সহযোগিতা করতে সিলেটবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
উল্লেখ্য, এখন থেকে সবধরনের পরীক্ষা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই করা যাবে। কোন পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। এ পরীক্ষাগুলো স্বল্প মূল্যে হাসপাতাল থেকেই করা যাবে। বহি:র্বিভাগীয় ও আন্তঃবিভাগীয় যে সব রোগী ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন বা আসেন, তাঁরাই একমাত্র এ সব সেবা গ্রহীতা হিসেবে বিবেচিত হবেন।