ষোড়শ কেমুসাস বইমেলা র্যালি আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২২, ৫:৩৮:০৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের ‘ষোড়শ কেমুসাস বইমেলা’ সফলের লক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বর্ণাঢ্য র্যালি বের করা হবে। সাহিত্য সংসদ প্রাঙ্গণ থেকে লেখক-পাঠকদের র্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে। পরে বাদ মাগরিব স্টল বরাদ্দের লটারি কেমুসাস অফিস কক্ষে অনুষ্ঠিত হবে।
আগামী ১০ডিসেম্বর শনিবার থেকে নগরীর দরগাগেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ প্রাঙ্গণে বইমেলা শুরু হবে। এবারো বইমেলা সংসদের সাবেক সভাপতি, ভাষা সৈনিক মুসলিম চৌধুরীকে নিবেদন করা হয়েছে। লিডিং ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা বিকেল ৩টায় ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে ১১দিনব্যাপী বইমেলার উদ্বোধন করবেন। র্যালি ও মেলায় সকলের উপস্থিতি কামনা করা হয়েছে।