প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ডিসেম্বর ২০২২, ৫:১৫:২৪ অপরাহ্ন
সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাক্ষেত্রে উন্নয়নের রোল মডেল। তাঁর নেতৃত্বে শিক্ষাসহ সার্বিকখাতে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের হামছাপুরে হাবিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের ভূমি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামস উদ্দিন সামস, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইয়ায়র মিয়া, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ সিয়াব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম সজিব, ইউপি সদস্য আসাদুর রহমান আসাদ প্রমুখ। বিজ্ঞপ্তি