দিরাইয়ে সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মিছিল সমাবেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৪:৪৭:৩২ অপরাহ্ন

দিরাই (সুনামগঞ্জ) থেকে সংবাদদাতা : দিরাই উপজেলা যুবলীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪ টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরের লঞ্চঘাট রোডের দলীয় অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা পয়েন্টের গোল চত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ সদস্য ও যুবলীগ নেতা রায়হান মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, আওয়ামী লীগ নেতা মজির উদ্দিন, আরিফুজ্জামান চৌধুরী ইয়াহিয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, যুবলীগ নেতা শাহ আলম সর্দার, মিজানুর রহমান, এহিয়া সর্দার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মান্না তালুকদার লিমন, কলেজ ছাত্রলীগের আহবায়ক মারুফ আহমদ জয় প্রমুখ।