নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ শিশুকে মায়ের কাছে ফিরিয়ে দিল দক্ষিণ সুরমা থানা পুলিশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৪:৫১:০৭ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : বন্ধুদের সাথে সিলেট ঘুরতে এসে সিলেট রেলস্টেশন এলাকায় মনিরকে রেখে তার বন্ধুরা চলে যায়। পরে স্থানীয় কয়েকজন মনিরকে পেয়ে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।
দক্ষিণ সুরমার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল হোসেন তার সাথে কথা বলে ঠিকানা সংগ্রহ করেন। পরে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানায় যোগাযোগ করলে বন্দর থানা পুলিশ মনিরের মাকে খুঁজে পায়। পরে মনিরের মা বৃহস্পতিবার রাতে সিলেট আসলে দক্ষিণ সুরমা থানা পুলিশ মনিরকে তার মায়ের হাতে তুলে দেন।