কবি আবদুল বাসিত মোহাম্মদের ২য় মৃত্যু বার্ষিকী আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৪:৫৭:৫০ অপরাহ্ন
সিলেটের বিশিষ্ট কবি ও ছড়াকার আবদুল বাসিত মোহাম্মদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী আজ শনিবার। ২০২০ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের নির্মাণাধীন খোলা ড্রেনে পড়ে আবদুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়। সংকটাপন্ন অবস্থায় তাঁকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১০ ডিসেম্বর তিনি মারা যান। সিলেটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আবদুল বাসিত মোহাম্মদ (৬৫) প্রবীণ সাহিত্যিক, কবি ও ছড়াকার হিসেবে সুপরিচিত ছিলেন।
আবদুল বাসিত মোহাম্মদের মৃত্যুর ঘটনায় জন্য সিলেট সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়ী করে নগরীতে প্রতিবাদ কর্মসূচি পালন করে বিভিন্ন সংগঠন। এসব প্রতিবাদী কর্মসূচি থেকে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি ওঠে। তবে এখন পর্যন্ত তাঁর মৃত্যুর ঘটনায় কারও বিরুদ্ধে কোনা ব্যবস্থা নেয়নি সিটি কর্পোরেশন।
মৃত্যু বার্ষিকী উপলক্ষে কবি আবদুল বাসিত মোহাম্মদের চৌকিদেখির বাসায় খতমে কোরআন, দোয়া মাহফিলসহ পারিবারিক কর্মসূচী পালিত হবে।