হবিগঞ্জে যুবদল-ছাত্রদল কর্মীসহ গ্রেফতার ৩৮
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৪:৫৮:৩২ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি : হবিগঞ্জ জেলায় গত দুই দিনে বিশেষ অভিযান চালিয়ে যুবদল-ছাত্রদল কর্মীসহ ৩৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বুধবার অভিযান চালিয়ে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য জহিদুল ইসলাম সাগর ও যুবদল কর্মী বশির আহমেদ জুম্মনকে গ্রেফতার করা হয়। তারা জেলা শহরে মশাল মিছিল ও নাশকতা সৃষ্টির চেষ্টা করেছিলেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে, বৃহস্পতিবার জেলার বিভিন্ন স্থান থেকে আরও ৩৬ আসামিকে গ্রেফতার করা হয়। তারা সবাই নিয়মিত মামলার পরোয়ানাভুক্ত আসামি। তাদের শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর তথ্য পাওয়া গেছে। হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়মিত মামলার পলাতক আসামিদের ধরতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।