সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভা
বিএনপি-জামায়াত আবারো দেশে অগ্নিসন্ত্রাস শুরু করেছে —- বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০২২, ৫:০৭:১৬ অপরাহ্ন
বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও সাংগঠনিক উপ কমিটি সিলেট অঞ্চলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদীন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী কৃষক লীগ প্রতিষ্ঠাকাল থেকে অসহায় কৃষকদের কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও পিতার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে কাজ করছেন। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি-জামায়াত আবারো অগ্নিসন্ত্রাস শুরু করেছে। তাদেরকে প্রতিহত করতে সিলেট মহানগর কৃষক লীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।
গতকাল শুক্রবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট মহানগর কৃষক লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল মুমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলুর পরিচালনায় বর্ধিত সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড. মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শামীমা আক্তার খানম এমপি, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. জহির উদ্দিন লিমন, সহ অর্থ বিষয়ক সম্পাদক মো. রেজাউল হক রাসেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর কৃষক লীগ নেতা মো. হোসেন আহমদ, ডা. বিজিত পাল, ডা. নজরুল ইসলাম ফারুকী, সোয়েম বক্স, জমসেদ সিরাজ, কয়েস লোদী, মাজারুল ইসলাম রুকন, সাহাব উদ্দিন, মিন্টু রায় চৌধুরী, এডভোকেট এম খায়রুল আলম চৌধুরী, সাহেদ আহমদ, ফজরুল রহমান আকবর, জুবায়ের আহমদ, নজমুল হাসান, সিফৎ আলী, কাইয়ুম সৌরব, ইকবাল মাহমুদ, আফজল আহমদ চৌধুরী, মোঃ জুনেদ আহমেদ সাউদিয়া, আশরাফুল হকসহ প্রত্যেক ওয়ার্ড কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।-বিজ্ঞপ্তি