চুনারুঘাটে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ৫:০৬:২৭ অপরাহ্ন
চুনারুঘাট (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের চুনারঘাটে ১১ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার ভোর ৫টায় উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের মেইন গেইট থেকে মাদক ব্যবসায়ী উমেল কর্মকার (২২) কে আটক করে। সে উপজেলার চাকলাপুঞ্জি চা বাগানের গোপেশ কর্মকারের ছেলে।
চুনারুঘাট থানার এসআই তারিকুল হাসান ইমনের নেতৃত্বে একদল পুলিশ তাকে আটক করে। গতকাল রোববার সকাল ১১টায় আটককৃত মাদক কারবারী উমেলকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ মো. আলী আশরাফ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।