সমাজের উজ্জ্বল নক্ষত্র
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ ডিসেম্বর ২০২২, ৫:৫৭:৪৪ অপরাহ্ন
মোহাম্মদ কবির আহমেদ
একজন আলোকিত নারী মানেই আলোকিত এক পরিবার। আলোকিত সমাজ ও দেশ। মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন আমাদের সমাজে তেমনি এক আলোকিত উজ্জ্বল নক্ষত্র।
মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী মৃত্যুর আগ পর্যন্ত তাঁর স্বামী দানবীর ড. রাগীব আলী স্যারের সাথে সহযোদ্ধা হয়ে আমাদের এই সমাজ বিনির্মাণে ও আর্ত-মানবতার উন্নয়নে যথেষ্ট কাজ করে গেছেন। যার জন্য তিনি আজও অতুলনীয় হয়ে আছেন তাঁর মহৎ কাজের মাধ্যমে। মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরীর অনুপ্রেরণায় দানবীর ড. রাগীব আলী স্যার অনেক স্কুল, কলেজ, মাদ্রাসা, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়সহ অসংখ্য মানবকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠান আর্ত-মানবতার কল্যাণে নিয়োজিত হয়ে অসংখ্য ছাত্র-ছাত্রী যেমন পাশ করেছে, তেমনি মানুষ অতি স্বল্প খরচে চিকিৎসাসেবা পাচ্ছে, যা এই সমাজে সত্যি এক বিরল ঘটনা। মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী জীবনের শেষ দিন পর্যন্ত আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ছিলেন।
দানবীর ড. রাগীব আলী স্যারের সহধর্মিণী বেগম রাবেয়া খাতুন চৌধুরী ছিলেন আমাদের সমাজের একজন আদর্শ ও আলোকবর্তিকা। তিনি ছিলেন গরিব-দুঃখী, অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল। আত্মীয়স্বজন, দুস্থ মানুষ, পাড়া-প্রতিবেশী সমাজের সকল স্তরের মানুষ এবং কর্মকর্তা, কর্মচারীসহ সবার কাছে তিনি ছিলেন শ্রদ্ধা ও সম্মানের পাত্রী। সমাজের আদর্শ একজন মহতী মানুষ। তিনি সবার বিপদ-আপদে এগিয়ে আসতেন। এই মহৎ গুণের জন্যই সমাজের মানুষ তাঁকে কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন এবং করবেন প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী কেবল একজন মহীয়সীই ছিলেন না, তিনি ছিলেন সমাজসেবার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি তাঁর মহৎ কর্মের মাধ্যমে চিরজাগরূক হয়ে আছেন, চিরকাল থাকবেন সবার মনে। বেগম রাবেয়া খাতুন চৌধুরী ম্যাডাম ও দানবীর ড. রাগীব আলী স্যার সমাজকল্যাণে যে-অবদান ও ভূমিকা রেখেছেন, নিঃসন্দেহে তা অতুলনীয়। সমাজসেবা ও সমাজকল্যাণের এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে দানবীর ড. রাগীব আলী স্যার এবং মহীয়সী রাবেয়া খাতুন চৌধুরী ম্যাডামের পদচারণা পড়েনি।
২০০৬ খ্রিষ্টাব্দের ১২ ডিসেম্বর তারিখে এই মহৎপ্রাণ নারী আমাদের সকলকে ছেড়ে চিরদিনের মতো পরপারে চলে গেছেন। তিনি আজ আমাদের মাঝে সশরীরে নেই। কিন্তু তবু তিনি তাঁর কর্মের মাধ্যমে আপন মহিমায় স্থান করে নিয়েছেন আমাদের হৃদয়ের মণিকোঠায়। মহীয়সী বেগম রাবেয়া খাতুন চৌধুরী ম্যাডামের আজ ষোড়শ মৃত্যুবার্ষিকী। এই মৃত্যুবার্ষিকীতে মহান আল্লাহর নিকট তাঁর জন্য দোয়া করিÑআল্লাহ যেন তাঁকে বেহেশ্তের সর্বোচ্চ স্থান নসিব করেন এবং দানবীর ড. রাগীব আলী স্যারকে সুস্থ, সুন্দর ও আনন্দময় দীর্ঘ নেক হায়াত দরাজ করেন। আমিন।
লেখক : হেড, অডিট এন্ড অ্যাকাউন্টস, বোর্ড অব ট্রাস্টিজ, লিডিং ইউনিভার্সিটি এবং রাগীব-রাবেয়া ফাউন্ডেশন, সিলেট।