প্রধানমন্ত্রীর সাথে মহানগর আ’লীগ নেতৃবৃন্দের সাক্ষাৎ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:৩৮:০৯ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। গত শনিবার আওয়ামী লীগের ২২তম সম্মেলনে ১০ম বারের মতো তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি পুনঃনির্বাচিত হওয়ায় গতকাল রোববার গণভবনে তৃণমূল আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী সবাইকে জনগণের সাথে সম্পৃক্ত থেকে কাজ করার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, সরকারের সকল উন্নয়ন প্রচার করতে হবে-যাতে জনগণ উন্নয়ন সম্পর্কে অবগত থাকেন। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যাওয়ার আহবান জানান। প্রধানমন্ত্রী জেলা ও মহানগর আওয়ামী লীগের যেসব উপজেলা ও ওয়ার্ড সমূহে মেয়াদ শেষ হয়েছে সেসব শাখাগুলোর সম্মেলন অচিরেই সম্পন্ন করা এবং নতুন করে সদস্য সংগ্রহ অভিযান শুরু করার আহবান জানান। এসময়ে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট সালেহ আহমদ সেলিম, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোহাম্মদ হোসেন রবিন, কার্যনির্বাহী সদস্য এডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি