অপটিমিস্টের ১৯ লাখ টাকার বৃত্তি বিতরণ
স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সুনাগরিকের বিকল্প নেই ——–জেলা প্রশাসক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২২, ৬:৪৩:৩৮ অপরাহ্ন
ডাক ডেস্ক : সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান বলেছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। উন্নত বাংলাদেশ গড়তে শিক্ষিত জাতি গঠনের বিকল্প নেই। ডিজিটাল বাংলাদেশের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা সক্ষম হয়েছি। স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে সুনাগরিকের বিকল্প নেই।
গতকাল রোববার সকালে সিলেটের সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অপটিমিস্ট সিলেটের উদ্যোগে মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অপটিমিস্ট সিলেট ডিষ্ট্রিক্ট ডাইরেক্টর প্রফেসর মো. আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি আরো বলেন, শিক্ষার্থীরা যদি সুনাগরিক হিসেবে গড়ে উঠে; তবে উন্নত বাংলাদেশের নেতৃত্ব তারাই দেবে। সরকারের প্রাণান্তকর চেষ্টার পাশাপাশি অপটিমিস্টের এই প্রয়াস অব্যাহত থাকুক। ২২ বছর থেকে অপটিমিস্টের এই কার্যক্রম অবশ্যই একটি মহৎ উদ্যোগ।
সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. সালমা বেগমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেন্টার ফর এনআরবি’র চেয়ারপার্সন সেকিল চৌধুরী, ব্যবসায়ী কল্লোল আহমেদ সিআইপি, ব্যবসায়ী আবু নোমান শাকিল, বিশিষ্ট লেখক ইশতিয়াক রুপু, অপটিমিস্ট ইউএসএ’র ডাইরেক্টর কাহের আহমদ চৌধুরী (ফকু চৌধুরী), অপটিমিস্টের প্রজেক্ট ও ফাইন্যান্স ডাইরেক্টর প্রফেসর সুলতান আহমদ, সিলেট সরকারি পাইলট স্কুলের প্রধান শিক্ষক মো. কবির খান, অপটিমিস্টের প্রেস ও কমিনিকেশন ডিরেক্টর সাংবাদিক আব্দুল বাতিন ফয়সল, অপটিমিস্ট এর প্রথমদিকের বৃত্তিপ্রাপ্ত ছাত্র সিলেট জেলা দুগ্ধ খামারের ভেটেরিনারী সার্জন ডা. আব্দুল মজিদ উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠানে সিলেটের ১৭২ জন শিক্ষার্থীকে প্রায় ১৯ লাখ টাকা বিতরণ করা হয়।