সুনামগঞ্জে ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান
বিশ্বে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২২, ৭:১২:১৮ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা প্রতিনিধি : ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বাংলাদেশ সারা বিশ্বের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এখানে প্রত্যেক ধর্মের অনুসারীরা শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারেন। গতকাল সোমবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখ্ত, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রজত কান্তি সোম মানস, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ (ওসি), ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী সুনামগঞ্জ মডেল মসজিদ পরিদর্শন করেন।